Amit Shah in Bengal: 'দেশকে একতার সূত্রে বেঁধেছেন' রামকৃষ্ণ-স্মরণে ট্যুইট শাহর
বৃহস্পতিবার সকালে শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ করে অমিত শাহ ট্যুইট করেন, ''সমস্ত জগতকে ধর্ম আর আধ্যাত্মিকতায় প্রকাশিত করেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব,যিনি নিজের শিক্ষা আর বিচারধারা দিয়ে দেশকে একতার সূত্রে বেঁধেছেন। শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথ মানবতার জন্য অনুপ্রেরণার প্রদীপ,যার জ্যোতি অনন্তকাল ধরে মানব জীবনকে মার্গ দর্শন করে আসছে।''
আজ বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)। আজ দিনভর কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সকালে নিউটাউনের হোটেলে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষ। এরপর তিনি কনভয় নিয়ে বেড়িয়ে যাবেন, সরাসরি যাবেন বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘে। এরপর আরসিটিসি হেলিপ্যাড থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন। সাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গঙ্গাসাগর থেকে কপ্টারে পৌঁছবেন নামখানায়। সেখানে পরিবর্তন যাত্রার সূচনা ও সভা করবেন অমিত শাহ।