West Bengal: আলাপন বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে পোস্টিং দেওয়ার চিঠি ফিরিয়ে নিন, কেন্দ্রকে আর্জি মুখ্যমন্ত্রীর
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে পোস্টিং দেওয়ার চিঠি ফিরিয়ে নিন। কেন্দ্রের উদ্দেশে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। সংবিধান মেনে চলুন, পাল্টা বলছে বিজেপি।
প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে অনুপস্থিতি বিতর্কে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীও। তাঁর দাবি, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা দেওয়ার পর প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই দিঘার উদ্দেশে রওনা দেন। এই ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক বাগযুদ্ধ।
পূর্ব মেদিনীপুরের ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। এদিন দিঘা থেকে উপকূলবর্তী ৭১ কিলোমিটার এলাকা ঘুরে দেখেন তিনি। এর মধ্যে রয়েছে শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর-সহ সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ এলাকা।
কার্যত লকডাউনের মধ্যেই বীরভূমের পাড়ুইতে তারস্বরে ডিজে বাজিয়ে বিজয় মিছিল। বালাই ছিল না সামাজিক দূরত্বের। যা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস রাজ্যের শাসক দলের।
করোনার ভ্যাকসিনেশন কর্মসূচিতে বিশৃঙ্খলার অভিযোগে ডোমকল পুরসভার তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। মহকুমা শাসকের অভিযোগ, সরকারি কাজে বাধা দিয়ে তাঁর ওপর চড়াও হন তৃণমূল কাউন্সিলর। ধৃতের আইনজীবীর অভিযোগ, নোটিস ছাড়াই তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে।
৫৪ ঘণ্টা পর নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানা থেকে উদ্ধার হল চার শ্রমিকের দগ্ধ দেহ। চারটি দেহই সনাক্ত করেছে মৃতদের পরিবার। ছাদের দরজা বন্ধ থাকাতেই বেরোতে পারেননি কেউ, অনুমান পুলিশের।
জবরদখলকারীদের দৌরাত্ম্যে কার্যত উবে গিয়েছে আস্ত নালা! একটু বৃষ্টি হলেই জল জমে যন্ত্রণা বাড়ছে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের সত্যজিত্ কলোনির বাসিন্দাদের। নজরে আসতেই কিছু অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুরসভা। নোটিস দেওয়া হয়েছে অবৈধভাবে তৈরি হওয়া বাড়ির মালিকদের।
এবার কোচবিহারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চালু হতে চলেছে ভ্যাকসিনেশনের স্লট বুকিংয়ের ব্যবস্থা। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রায়াল। জেলা প্রশাসন সূত্রে খবর, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য বুকিংয়ের ব্যবস্থা আগামী সপ্তাহেই চালু হতে পারে।