আনন্দ লাইভ: কোকেনকাণ্ডে ২৫ ফেব্রুয়ারি পুলিশ হেফাজতে পামেলা, 'বাংলা নিজের মেয়েকেই চায়', স্লোগান অভিষেকের

Continues below advertisement

পামেলা গোস্বামী (Pamela Goswami) সহ মাদক কাণ্ডে ধৃত মোট ৩ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পামেলা গোস্বামী, প্রবীর কুমার দে ও সোমনাথ চট্টোপাধ্যায়কে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এর আগে কোর্ট লক আপে বিস্ফোরক অভিযোগ করেন মাদককাণ্ডে ধৃত বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী। নিজেরই দলের নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী। পামেলা গোস্বামীর দাবি, রাকেশ সিংহ কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ। ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন পামেলা গোস্বামী। ভোটের মুখে বিমল গুরুঙ্গের (Bimal Gurung) বিরুদ্ধে থাকা ৭০টিরও বেশি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ইউএপিএ ও খুনের মামলা ছাড়া বাকি মামলাগুলি প্রত্যাহার। এই প্রসঙ্গে রোশন গিরি বলেছেন, উনি এখনো কিছু জানেন না। অন্যদিকে এই প্রসঙ্গে গৌতম দেব জানিয়েছেন, মামলা প্রত্যাহারের জন্য আদালতের নির্দিষ্ট আইনি প্রক্রিয়া আছে। বিষয়টি সংশ্লিষ্ট আইন দফতরের হাতে রয়েছে বলেও জানান তিনি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের মন্তব্য, পাহাড়ের ৩টি আসন পাওয়ার জন্য তৃণমূল সরকার এই রকম একটি পদক্ষেপ নিয়েছে। দার্জিলিং ভাগের বিষয়েও দুই পক্ষের কোন চুক্তি হতে পারে বলে কটাক্ষ করেছেন তিনি। প্রসঙ্গত, বিমল গুরুঙ্গের বিরুদ্ধে পাহাড়ে অশান্তি ছড়ানো সহ শতাধিক মামলা করা হয় ২০১৭ সালে। নাগরাকাটার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্ষমতা থাকলে পড়ে নাও, বাংলা নিজের মেয়েকেই চায়। সাগর থেকে পাহাড় মানুষের রায়, বাংলা নিজের মেয়েকে চায়। দিল্লির অন্যায়ের বিরুদ্ধে লড়বেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।’

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram