Mukul Roy: দলে থেকে বিশেষ লাভ হয়নি, মুকুল বিদায়ে কটাক্ষ দিলীপের

Continues below advertisement

বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়। তৃণমূল ভবনে তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে ঘরে ফিরল। মুকুলকে স্বাগত জানিয়ে বললেন তৃণমূল নেত্রী। নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা। দলে থেকে বিশেষ লাভ হয়নি। কটাক্ষ বিজেপির।

ঝাঁকের কই ঝাঁকেই ফিরে গেছেন, বিজেপি নিজের পরিচিতি ফিরে পেল। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনে কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। বিজেপিতে একে একে নিভিছে দেউটি। পাল্টা খোঁচা তৃণমূল বিধায়ক অজিত মাইতির।

মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করলেন। কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। শুধু যাওয়া আসা, স্রোতে ভাসা, খোঁচা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যর।

মুকুল রায়ের তৃণমূল প্রত্যাবর্তনের পরই কার্যত সামনে চলে এসেছে বিজেপির অন্দরের ফাটল। শুক্রবার বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে গরহাজির বেশ কয়েকজন জন প্রতিনিধি। এদিন বনগাঁয় বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু, সভায় ছিলেন না বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। 

বিজেপি সাংসদ ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল জলপাইগুড়ির ভাণ্ডারিগঞ্জে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে সাংসদ শাসকদলের রোষের শিকার হন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এটা বিজেপির নব্য বনাম পুরনোর লড়াই।

প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে বিডিও-কে চিঠি দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বাকি সদস্যরা। যদিও জেলা তৃণমূল আশ্বাস, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হবে। রাজ্যের শাসকদলের এই কোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

হরিয়ানায় প্রায় ৪ কোটি টাকার হোটেল। ভারতে যাতায়াত ছিল অবাধ। চিনের সেই যুবকই বাংলাদেশ হয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়েছে বিএসএফের জালে। কোনও অপরাধের উদ্দেশ্য ছিল? জানতে জেরা করছে বাংলা ও উত্তরপ্রদেশের পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram