Morning Bulletin: শুক্রবার কলকাতায় আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন (আনন্দ সকাল ১)

Continues below advertisement

বিধানসভা ভোটের আগে রাজ্য-রাজনীতিতে তোলপাড়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়ি শান্তিনিকেতনে সিবিআই (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেওয়া হয়েছে। রবিবার দুপুর ২টোর কিছু পরে কালীঘাটে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে পৌঁছান সিবিআইয়ের ছয়জন আধিকারিক। কিন্তু কেন তৃণমূল সাংসদের স্ত্রীকে নোটিস? এই বিষয় সিবিআই (CBI) সূত্রে দাবি, কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সূত্রেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি। আজ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। হুগলিতে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার সময় দলীয় কর্মীদের বাস আটকানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল বিজেপি। এই নিয়ে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিলেন কৈলাস বিজয়বর্গীয়। পাল্টা কটাক্ষ করছে তৃণমূল। ২ সপ্তাহ আগে হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার দিন দুই মেদিনীপুরের ৪ জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। আজ বিকেল ৪টে ৪০-এ পর হুগলির চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে ভার্চুয়াল উদ্বোধন হবে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর সম্প্রসারিত মেট্রোর। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মঙ্গলবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। সম্প্রসারিত রুটে বাড়ছে না ভাড়া। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর সর্বাধিক ভাড়া ২৫ টাকা। আপ-ডাউনে চলবে ৭৯ জোড়া ট্রেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram