Bengal Bandh By Left Party: ১২ ঘণ্টার বাংলা ধর্মঘট সিপিএমের, সকাল থেকে শহরে যান চলাচল স্বাভাবিক

Continues below advertisement

বামেদের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আজ ১২ ঘণ্টার বাংলা বনধ সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এই বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেসও। সবার জন্য শিক্ষা, নতুন শিল্প ও চাকরির দাবিতে ১০টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই, লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় জল কামান, কাঁদানে গ্যাসের শেল। পাল্টা পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। এরপরই পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দেয় বামেরা। আজ সকাল থেকে শিয়ালদা স্টেশনে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘতেনি। রাস্তাঘাটেও চলছে বাস, ট্রাম, ট্যাক্সি। এদিকে যাদবপুর এলাকাতেও বনধের ছবি নেই বললেই চলে। শহরের ছবিটা অন্যদিনের মতোই স্বাভাবিক। তবে রাস্তায় মোতায়েন প্রচুর সংখ্যক পুলিশ।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram