Bengal Covid Update: হাতে মাত্র ৬ লক্ষ ডোজ, ভ্যাকসিনের সঙ্কটের কথা জানিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের
রাজ্যে দেখা দিয়েছে কোভিড ভ্যাকসিনের (Covid Vaccine) চরম সংকট। এই মর্মে কেন্দ্রকে চিঠি পাঠাল রাজ্য সরকার। চিঠিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের হাতে আর মাত্র ৬ লক্ষ ডোজ ভ্যাকসিন রয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে রাজ্যে এই মুহূর্তে ১ থেকে ২ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন। রাজ্যে সংক্রমণ নিম্নমুখী। তাই নতুন করে সংক্রমণ রুখতে অতি দ্রুত প্রচুর পরিমাণে টিকাকরণ প্রয়োজন। তাই যাতে কেন্দ্র থেকে দ্রুত আরও কোভিড ভ্যাকসিন পাঠানো হয়, তার জন্য ফের কেন্দ্রীয় সরকারকে চিঠি দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। অন্যদিকে ভ্যাকসিনের সংকট দেখা দেওয়ায় কলকাতায় (Kolkata) আগামী ২ দিন শুধু ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার অনুরোধ করা হল। কলকাতা পুরসভাকে এই অনুরোধ জানালো রাজ্য স্বাস্থ্য দফতর। স্যানিটাইজেশনের জন্য কাল কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ থাকবে ভ্যাকসিনেশন। আগামীকাল কলকাতা পুরসভার মেগা সেন্টারেও ভ্যাকসিনেশন হবে না বলে জানানো হয়েছে।