West Bengal Political News: ৯ থেকে ১৬ অগাস্ট ‘পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ’ পালন করবে বিজেপি, ঘোষণা দিলীপ ঘোষের

Continues below advertisement

৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ’ পালন করবে বিজেপি, জানালেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘১৬ অগাস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস পালন করতাম। এবারে পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করব। ৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন হবে। বিস্তারিত সূচি পরে ঘোষণা করা হবে। ৯ তারিখ ভারত ছাড়ো দিবস রয়েছে। ঐতিহাসিক দিন।’

এই নিয়ে পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘ওঁরা অগাস্ট বিপ্লব করবেন বলছেন। অথচ মে-এর বিপ্লবই তো সামলাতে পারেননি। আবকি বার ২০০ পার বলে ভরাডুবি, পেট্রোলের সেঞ্চুরি পার, রান্নার গ্যাসে আগুন, মানুষের উপর অস্বাভাবিক চাপ বাড়ছে। তৃণমূল সরকার এবার বাংলাকে সুরক্ষিত করে দিল্লির দিকে পা রাখছে দিল্লির দিকে পা রাখছে, বিকল্প পদধ্বনি শোনা যাচ্ছে। যারা বাংলার বিপ্লব সামলাতে পারেনি, তাদের ঢক্কা নিনাদ তারা নিয়ে বসে থাকুক।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram