Bengal Post Poll Violence: ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তে মানবাধিকার কমিটি

Continues below advertisement

ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্তের জন্য হাইকোর্টের নির্দেশে ৭ সদস্য়ের কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্যের কমিটিতে রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার রয়েছেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্য়ান অরুণ মিশ্রের নেতৃত্ব তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্যের তদন্ত কমিটিতে সংখ্যালঘু কমিশনের ভাইসচেয়ারম্যান রয়েছেন। ৭ সদস্য়ের কমিটিতে জাতীয় মহিলা কমিশনের সদস্যও থাকবেন। 

আলাপন বন্দ্য়োপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) চিঠি দিল কেন্দ্র। আলাপনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের। আলাপন বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেজর পেনাল্টি প্রসেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। ৩০ দিনের মধ্যে আলাপনের জবাব তলব করেছে কেন্দ্র। চাইলে সামনাসামি উত্তর দিতে পারেন। যদি উত্তর না দেন, তাহলে আলাপনকে না জানিয়েই যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

এই নিয়ে তৃণমূল (TMC) নেতা সৌগত রায়  (Saugata Roy) বলেন, "কেন্দ্রীয় সরকার কী পরিমাণ নিষ্ঠুর ও অমানবিক তা এই সিদ্ধান্তে স্পষ্ট হচ্ছে। আলাপনের সদ্য মাতৃবিয়োগ হয়েছে। কিছু দিন আগে ওঁর ভাই মারা গিয়েছেন। এই সময় কড়া চিঠি দেওয়া হল। আলাপন বন্দ্য়োপাধ্যায় দিল্লিতে না গিয়ে সরাসরি অবসর নিয়ে নিয়েছেন। পেনশন বা গ্র্যাচুরিটি নিয়ে টানাটানি করতে পারে। এইরকম মনোভাব দেখানোর অর্থ ভয় দেখানো। বাংলার মানুষ একজন সৎ, ভাল অফিসারের এই অপমান সহ্য করবে না। এর যোগ্য জবাব কেন্দ্রীয় সরকার পাবে।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram