Bengal Top Stories: শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর ব্যবহার করে ‘বাবাকে বলো’ পোস্ট, পুলিশের দ্বারস্থ দিব্যেন্দু
নাম না করে ফের সৌমিত্র, রাজীবকে ফের আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বিজেপির রাজ্য সভাপতিকে পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। সাংসদ শিশির অধিকারীর ছবি ও ফোন নম্বর ব্যবহার করে ‘বাবাকে বলো’ শিরোনামে ফেসবুক পোস্ট। কাঁথি থানায় অভিযোগ দায়ের শিশির-পুত্র দিব্যেন্দু অধিকারীর। তমলুকের সাংসদের অভিযোগ, ওই পোস্টের জেরে প্রবীণ সাংসদকে ফোন করে বিরক্ত করা হচ্ছে। শ্যামাপ্রসাদ কলেজের দখল নিয়ে টিএমসিপি-র (TMCP) গোষ্ঠী সংঘর্ষ, থানায় অভিযোগ জানাতে গেলেও হামলার অভিযোগ। পিটিয়ে মাথা ফাটল ভবানীপুর থানার অ্যাডিশনাল ওসি-র। তোলাবাজির অভিযোগ, পাল্টা অভিযোগ। সিবিআইয়ের (CBI) ভুয়ো আইনজীবী সনাতনের (Sanatan Roy Chowdhury) বিজেপি-যোগের অভিযোগ। পুলিশের হাতে দুই নেতার দেওয়া শংসাপত্র। ধৃতের বিরুদ্ধে সই জাল করার দাবি নেত্রীর। প্রতারণা করেছেন তদন্ত হোক, বললেন দিলীপ। অভিনেত্রী প্রত্যুষা পালকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির অভিযোগ, ছবি সুপার ইম্পোজ করে পর্ন সাইটে আপলোড, পরিচিতদের কাছে সেই ছবি ফরওয়ার্ড করে সম্মানহানির চেষ্টা। ২০২০-র জুনে লালবাজারে অভিযোগ জানান অভিনেত্রী। এখনও গ্রেফতার নয় কেউ। অসমের পর উত্তরপ্রদেশ, এবার দুই সন্তান নীতি চালু করার সিদ্ধান্ত যোগী সরকারের (Yogi Government)। দুইয়ের বেশি সন্তান হলে মিলবে না সরকারি সুবিধা। প্রকাশ প্রস্তাবিত বিলের খসড়া।