Bengal Top Stories: ২০ মে মোট ১০ রাজ্যের অফিসারদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

Continues below advertisement

সব পরামর্শই অগ্রাহ্য করেছে সরকার। জনবিপর্যয়ের দিকে যাচ্ছে মহামারী, করোনা (Corona) নিয়ে মোদিকে (Narendra Modi) একযোগে ১২ বিরোধী দলের পত্রাঘাত। সেন্ট্রাল ভিস্টা প্রকল্প স্থগিত রেখে বিনামূল্যে গণটিকাকরণ কর্মসূচির দাবি সনিয়া (Sonia Gandhi), মমতার। রাজ্যে একদিনে করোনায় (Corona) মৃত্যুতে নতুন রেকর্ড। ১৩৫ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ ২০ হাজারের ওপরেই। একদিনে আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, মৃত্যুতে কলকাতা। উদ্বেগ বাড়াচ্ছে জলপাইগুড়ি, দার্জিলিং। করোনা নিয়ে ২০ মে ১০ রাজ্যের অফিসারদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। পিএমও-র (PMO) তালিকায় কলকাতা ছাড়াও আট জেলা। সিএমও-কে (CMO) এড়িয়ে কেন? প্রশ্ন তৃণমূলের (TMC)। সবেতেই রাজনীতি, পাল্টা বিজেপি (BJP)। ভ্যাকসিন নিয়ে ফের প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি মুখ্যমন্ত্রীর। উৎপাদন সরবরাহ কেন্দ্র বাড়ানোর দাবি। প্রস্তুতকারী সংস্থা বাড়ানোয় সওয়াল। সংস্থা চাইলে জমি দিতেও তৈরি, জানিয়ে দিলেন মমতা। বিহার, উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নদীতে ভাসছে মৃতদেহ। যজ্ঞ করলে আসবে না তৃতীয় ঢেউ, আজব দাবি মন্ত্রীর। মাধ্যমিকের পর এবার পিছোতে পারে উচ্চমাধ্যমিকও। ২০টি নতুন স্যানিটাইজেশন মেশিন কিনল কলকাতা পুরসভা। বরাত দেওয়া হয়েছে আরও ১০০টি মেশিনের। বিভিন্ন সংস্থা থেকে আরও ৬০টি মেশিন পাওয়া যাবে বলে আশা পুর কর্তৃপক্ষের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram