Bengal Top Stories: রাজ্যের ১৫ দিনের কার্যত লকডাউনের প্রথম দিনেই বিধিভঙ্গের ছবি, গ্রেফতার ২৩

Continues below advertisement

কোভিশিল্ডের (Covishield) প্রথম ডোজ নেওয়ার পর ৮৪ দিন না হলে, দ্বিতীয় ডোজের জন্য কোউইনে (CoWIN) করা যাবে না নাম নথিভুক্ত। বাতিল নয় আগে নথিভুক্ত নাম, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের। ব্রিটেন ও ভারতে পাওয়া করোনার নতুন স্ট্রেনের মোকাবিলায় সক্ষম কোভ্যাকসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যৌথ গবেষণায় উঠে এসেছে তথ্য, দাবি ভারত বায়োটেকের (Bharat Biotech)। রাজ্যে করোনা (Corona) আক্রান্ত ও মৃত্যুতে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত ১৪৭ জন, সংক্রমিত ১৯ হাজার ১১৭ জন। একদিনে সুস্থ ১৯ হাজার ১১৩ জন। করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। ১৫ দিন রাজ্যে কার্যত লকডাউন। রাজ্যে পুলিশের নজরদারি, নাকা চেকিং। নিয়ম ভাঙায় গ্রেফতার ২৩। বন্ধ গণ পরিবহন, খোলা ব্যাঙ্ক। যাতায়াতে অসুবিধা কর্মীদের। রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেনে ব্যাঙ্ককর্মীদের যাতায়াতের অনুমতির দাবি, মুখ্যসচিবকে চিঠি ব্যাঙ্ক ইউনিয়ন ফোরামের। করোনা (Corona) আক্রান্ত জয় গোস্বামী (Joy Goswami)। ভর্তি বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন জ্বর, বমি ও ডায়েরিয়ার উপসর্গ রয়েছে কবির। আরটিপিসিআর (RTPCR) পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর। প্রয়াত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় (Anjan Banerjee)। বয়স হয়েছিল ৫৬ বছর। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত ৯টা ২৫-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি ২৪ ঘণ্টার এডিটর। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া। গোয়া উপকূলে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় তওতে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram