Morning Headlines: কোভিশিল্ডের ডোজ নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

কোভিশিল্ডের (Covishield) প্রথম ডোজ নেওয়ার পর ৮৪ দিন না হলে, দ্বিতীয় ডোজের জন্য কোউইনে (CoWIN) করা যাবে না নাম নথিভুক্ত। বাতিল নয় আগে নথিভুক্ত নাম, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের। ব্রিটেন ও ভারতে পাওয়া করোনার নতুন স্ট্রেনের মোকাবিলায় সক্ষম কোভ্যাকসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যৌথ গবেষণায় উঠে এসেছে তথ্য, দাবি ভারত বায়োটেকের (Bharat Biotech)। রাজ্যে করোনা (Corona) আক্রান্ত ও মৃত্যুতে ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত ১৪৭ জন, সংক্রমিত ১৯ হাজার ১১৭ জন। একদিনে সুস্থ ১৯ হাজার ১১৩ জন। ভ্যাকসিন নীতি নিয়ে মোদির (Narendra Modi) সমালোচনায় গ্রেফতারির প্রতিবাদ। আমাকেও গ্রেফতার করুন, ট্যুইট রাহুল গাঁধীর (Rahul Gandhi)। গুলিকাণ্ডে আজ শীতলকুচি (Sitalkuchi) যাচ্ছে সিআইডি-র (CID) বিশেষ তদন্তকারী দল (SIT)। করা হবে ঘটনার পুনর্নির্মাণ। যাচাই করা হবে মাথাভাঙা থানার অফিসারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য, খবর সূত্রের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram