Bengal Top Stories: হয়রানির অবসান, আগামী সপ্তাহেই বাজারে আসছে 'সেলফ টেস্টিং কোভিড কিট'

Continues below advertisement

নবান্ন থেকে ফেরার পথে ফিরহাদ হাকিমের বাড়িতে মুখ্যমন্ত্রী। এটা রাজনৈতিক লড়াই, মন খারাপ কোরো না, আমরাই জিতব, বললেন ফিরহাদ কন্যাকে। ফোনে কথা বললেন ফিরহাদের স্ত্রী-র সঙ্গে। করোনাকালে যেভাবে ফিরহাদ, সুব্রতদের আটকে রাখা হয়েছে, সেই অন্যায়ের কোনও সীমা নেই। রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ফের সরব মমতা (Mamata Banerjee)। নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা বিজেপি (BJP)। নিজামকাণ্ডে গ্রেফতার ৪। করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার উন্নতি। বাড়িতেই চিকিৎসার সিদ্ধান্ত। আগের থেকে ভালো আছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও (Mira Bhattacharya)। এবার নিজেই করা যাবে করোনা পরীক্ষা (Corona Test)। আগামী সপ্তাহেই বাজারে আসছে সেলফ টেস্টিং কোভিড কিট। দাম ২৫০ টাকা। ফোনে অ্যাপ ডাউনলোডের পর করতে হবে রেজিস্ট্রেশন। তথ্য সুরক্ষিত থাকার আশ্বাস। রাজ্যে এল কোভিশিল্ডের ২ লক্ষ ডোজ। বাতিল নয়, সংক্রমণ কমলে মাধ্যমিক (Madhyamik Examination) এবং উচ্চমাধ্যমিক (Higher Secondary Examination) নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। দুপুরে পার্কস্ট্রিট, রাতে বিবাদি বাগ - কলকাতায় একদিনে পরপর বহুতলে আগুন। আমফানের বছর ঘুরতেই ইয়াসের (Cyclone Yash) ভ্রূকুটি। শনিবারই বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। সোমবার থেকে মৎস্যজীবীদের সুমদ্রে যেতে নিষেধ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram