Bengal Top Story : ২ বছরের বেশি সময় জেলে থাকার পরে Varavara Rao-র জামিন, সঙ্গে অন্য খবর

Continues below advertisement

কাটমানি নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদির। সিণ্ডিকেটের আসল নায়ক তো বিজেপিতে, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। তোষণের রাজনীতির অভিযোগে চুঁচুড়ায় তৃণমূলকে আক্রমণে মোদি (Narendra Modi)। বদল এনেছেন তো মমতাই (Mamata Banerjee), পাল্টা সৌগত (Saugata Roy)। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন নরেন্দ্র মোদির। আমন্ত্রিতের তালিকায় নাম থাকলেও আসেননি মুখ্যমন্ত্রী। কয়লাকাণ্ডে অভিষেকের শ্যালিকাকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন। সিবিআই-র নোটিসের (CBI Notice) জবাব দিলেন অভিষেকের (Abhishek Banerjee) স্ত্রী। সময় দিলেন আজ সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে। কয়লা পাচারের তদন্ত নিয়ে কিছু না জানার দাবি। 'দুয়ারে সিবিআই', কটাক্ষ শুভেন্দু অধিকারীর। মাদককাণ্ডে এবার তদন্তে লালবাজারের নারকোটিক্স সেল, আজ রাকেশ সিংহকে (Rakesh Singh) তলব। পুলিশ হেফাজতেও কীভাবে অভিযোগ? পামেলাকে নিয়ে সিপিকে বিজেপি নেতার চিঠি। জল্পনায় তারকা বৈঠক। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। মেদিনীপুর থেকে বারুইপুর, দুবরাজপুরে রুটমার্চ। বৃহস্পতিবার ফের আসছেন উপনির্বাচন কমিশনার। ২ বছরের বেশি সময় জেলে থাকার পরে ভারভারা রাওয়ের জামিন। ৬ মাসের জন্য জামিন মঞ্জুর আদালতের।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram