Bengal Top Story: সারদাকাণ্ডে আজ Kunal Ghosh-কে তলব ED-র ও অন্য খবর

Continues below advertisement

মোদি-দিদির সঙ্গে যোগাযোগ কংগ্রেস নেতৃত্বের, ভোটের পর উঁচু পদের বিনিময়ে তৃণমূলকে সমর্থন, বলেছেন এক ঘনিষ্ঠ রাজনীতিবিদ, বিস্ফোরক দাবি আব্বাসের। খারিজ কংগ্রেসের। কংগ্রেস-আইএসএফ জোট দলীয় মতাদর্শের বিরোধী, জরুরি ওয়ার্কিং কমিটির ছাড়পত্র। অবস্থান ব্যখ্যা করুন অধীর (Adhir Chowdhury), ক্ষোভপ্রকাশ কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার (Anand Sharma)। কাউকে খুশি করতে মন্তব্য, পাল্টা অধীর।

 

ব্রিগেডে আব্বাসের কাছে আত্মসমর্পণ করেছে বাম-কংগ্রেস, আক্রমণ বিরোধীদের। আর বলতে পারবেন না জাতপাত বিরোধী, কটাক্ষ তৃণমূলের।

 

সারদাকাণ্ডে সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব কুণাল ঘোষকে (Kunal Ghosh)। মিলেছে নতুন তথ্য, দাবি ইডির (ED)। নোটিস পেয়েছি, যাব, সহযোগিতা করব, প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্রের।

 

কয়লাকাণ্ডে শিলিগুড়ি থেকে আটক 'লালার হ্যান্ডলার'। মাদককাণ্ডে পামেলার (Pamela Goswami) অভিযোগে কার্যত সিলমোহর পুলিশের। গাড়িতে মাদক রাখে রাকেশ-ঘনিষ্ঠ অমৃক সিংহ। রয়েছে সিসিটিভি ফুটেজ, দাবি পুলিশের।

 

বিধানসভা ভোটের পর ৫ মে থেকে আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) পরীক্ষা শুরু জুলাইয়ে ফলপ্রকাশ। তৃতীয় দফার দুদিন পর এবং চতুর্থ দফার একদিন আগে প্র্যাক্টিক্যাল ঘিরে ধন্দ্ব। ২০২০ সালের ৮ এপ্রিলের পর এই প্রথম ১১ মাসে প্রথমবার করোনাতে মৃত্যু ০। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯৮ জন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram