Bengal Top Story: করোনাকালে ৫টা নয়, সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণের সিদ্ধান্ত

Continues below advertisement

জোড়ফুল ছেড়ে পদ্মে পাণ্ডবেশ্বরের বিধায়ক। বিরোধিতা থাকলেও দলের জন্য একসঙ্গে কাজ করব, জানালেন বাবুল। অনেকে যায় অনেকে আসে, যায় আসে না, কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের। হাইকোর্টের নির্দেশের পরই তৎপর পুলিশ। তমলুক থেকে ছাড়া পাওয়ার দেড় ঘণ্টার মধ্যেই কোলাঘাটে গ্রেফতার আনিসুর। রাজ্যের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের। তমলুক আদালতে স্বস্তি, হাইকোর্টে ধাক্কা রাজ্যের। তৃণমূল নেতা খুনে আনিসুর রহমানের মামলা প্রত্যাহারের নির্দেশ খারিজ। ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মন্তব্য। বাংলায় প্রশাসনের রাজনীতিকরণ স্পষ্ট, তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আনিসুরের মামলা প্রত্যাহার নিয়ে আক্রমণে বিজেপি (BJP)। নিরাপরাধ যেন শাস্তি না পায়, প্রতিক্রিয়া পার্থ-র (Partha Chatterjee)। ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা। তার আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপির কেন্দ্র ও রাজ্যের নেতারা। অবশেষে তৃণমূল ও বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারে একাধিক চমক। ৮ মার্চ বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ। টালিগঞ্জের প্রার্থী হতে পারে দেবদূত। সম্ভাবনায় ঐশী, দীপ্সিতা থেকে সপ্তর্ষি, মীনাক্ষী। ভোটের মুখে ফের সারদাকাণ্ডে কুণাল ঘোষকে তলব ইডির। জোট নিয়ে এখনও জট। নিমতিতা বিস্ফোরণের তদন্তে এবার এনআইএ। খুনের চেষ্টা, ষড়যন্ত্র, অস্ত্র আইনে মামলা দায়ের। বিকেল ৫টা নয়, করোনাকালে বাংলায় ভোট সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৭১। মৃত্যু হয়েছে ২ জনের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram