Bengal Updates: বাঁধ মেরামতিতে দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়ল দুর্নীতি দমন শাখায়
অন্যদিকে ইয়াস-পরবর্তী সময়ে বাঁধ মেরামতিতে দুর্নীতির অভিযোগ জমা পড়ল দুর্নীতি দমন শাখার কাছে। মুখ্যমন্ত্রী ইয়াসের পরেই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন সেচ দফতরের কাজে। তিনি বলেন, একাধিক জায়গায় বাঁধ ভেঙে পড়েছে। প্রতি বছর বাঁধের জন্য রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু তারপরেই ঝড়বৃষ্টি হলেই বাঁধগুলি ভেঙে পরে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পর বেশ কয়েকজন সাধারণ মানুষ রাজ্যের দুর্নীতিদমন শাখার কাছে অভিযোগ জমা দিয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে ৩টি অভিযোগ জমা পড়েছে। বাঁধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। বাঁধ তৈরিতে দুর্নীতির কারণে প্রাকৃতিক দুর্যোগে বহু গ্রাম প্লাবিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুর্নীতিদমন শাখা। কয়েকজন প্রতিনিধিকে ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই এই দল তদন্তের পর নবান্নে রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্ট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্ন।