Mamata Banerjee at Assembly: ধর্মীয় মেরুকরণ ছাড়া BJP-র কোনও আদর্শ-উদ্দেশ্য নেই: মমতা বন্দ্যোপাধ্যায়
Continues below advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আজ বিধানসভাতে বক্তব্য রাখেন। তিনি বলেন, "বিজেপি জনগণের রায় সহ্য করতে পারছে না। ওদের উত্তেজনা যেন আমাদের উত্তেজিত না করে। বাংলা এমন জায়গা যেখানে সব ধর্ম মিলেমিশে থাকে। নজর রাখুন, এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে। কেউ হিংসা করতে চাইলে, এফআইআর করুন। বাংলার মানুষ ভাগাভাগি, দাঙ্গা পছন্দ করে না। অনেক চেষ্টা করেছে। ২৯ তারিখ বীরভূমে ভোট, ২৭ তারিখে কেষ্টর বাড়িতে সিবিআই (CBI) পাঠিয়েছে। আমাকে ব্যান করেছে অথচ যারা উস্কানিমূলক কথা বলেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।" পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ধর্মীয় মেরুকরণ ছাড়া বিজেপির কোনও আদর্শ, উদ্দেশ্য নেই।"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee TMC BJP ABP Ananda Violence Partha Chatterjee Subrata Mukherjee ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla West Bengal Legislative Assembly Mamata Banerjee Biman Banerjee Speaker Of Legislative Assembly Speaker Election In Assembly Mamata Banerjee In Assembly BJP