Black Fungus Update: 'ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু উদ্বেগের, মহামারীর মতো প্রস্তুতি নিতে হবে', মত চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের

Continues below advertisement

ব্ল্যাক ফাঙ্গাসে (Black Fungus) ফের কলকাতায় মৃত্যু হল এক রোগীর। হরিদেবপুরের বাসিন্দা ৩২ বছরের ওই মহিলা করোনা (Corona) আক্রান্ত হওয়ায় ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, করোনার পাশাপাশি তিনি মিউকরমাইকোসিসেও আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাঁকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্ফোটিরিসিন-বি দেওয়া হয়েছিল। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার (Diptendra Sarkar) জানাচ্ছেন, "এটি বেশ উদ্বেগের বিষয়। এখনও পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৫-৬ জনের মধ্যে থাকলেও আমাদের অতিমারী বা মহামারীর মতোই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অ্যাম্ফোটিরিসিন-বি হচ্ছে এর ওষুধ। আশা করছি, কালোবাজারি এড়াতে সরকার অ্যাম্ফোটিরিসিন-বি-র ওপর কন্ট্রোল নিয়ে নেবে। কোভিড সেন্টারগুলিতেও প্রস্তুতি রাখতে হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram