High Court: ভোট পরবর্তী অশান্তিতে নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
ভোট পরবর্তী অশান্তিতে নিহত বিজেপি কর্মীর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশ ৭ দিনের মধ্যে হাইকোর্টে পেশ করতে হবে মুখবন্ধ খামে রিপোর্ট। নিহত অভিজিত্ সরকারের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়ে হাইকোর্ট। মৃতের ভাইয়ের কাছ থেকে নমুনা সংগ্রহ করতে হবে পরশুদিন সকালে। সকাল ১১টার মধ্যে নমুনা সংগ্রহ করে তা পাঠাতে হবে সিএফএসএল কলকাতায়। ৭ দিনের মধ্যে হাইকোর্টে পেশ করতে হবে রিপোর্ট।
জানা গিয়েছে, নমুনা সংগ্রহের সময় রাজ্য পুলিশের কারও উপস্থিতির আর্জি জানিয়েছে রাজ্য। তবে অ্যাডভোকেট জেনারেলের আর্জি খারিজ করেছে আদালত। পাশাপাশি রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত বিশেষ কমিটি।
গত ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কাঁকুড়গাছিতে অশান্তিতে মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিতের। তাঁর পরিবার অভিযোগ করে, তৃণমূলের দুষ্কৃতীরা পিটিয়ে মেরে ফেলেছে অভিজিৎকে। গত ২ জুলাই হাইকোর্টের নির্দেশে অভিজিতের দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত।
তবে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হলেও, দেহ শনাক্ত করতে পারেনি মৃতের পরিবার। তাই এবার ভোট পরবর্তী অশান্তিতে নিহত, কাঁকুড়গাছির বাসিন্দা, বিজেপি কর্মী অভিজিত্ সরকারের DNA পরীক্ষার নির্দেশ দিল আদালত। আজ মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে ভোটপরবর্তী অশান্তির মামলাগুলির শুনানি ছিল। ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর জানান, 'আদালতের নির্দেশ মেনে আলিপুরের কমান্ড হাসপাতালে অভিজিত্ সরকারের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে। কিন্তু মৃতের দাদা দেহ শনাক্ত করতে পারছেন না, কারণ দেহ বিকৃত হয়ে গিয়েছে।'