Cattle Smuggling Probe: গরু পাচারকাণ্ডে আজ চার্জশিট পেশ, নাম এনামুল হক, সতীশ কুমারের

গরু পাচারকাণ্ডে আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। তদন্ত শুরুর ১৪১ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া হল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।  চার্জশিটে এফআইআর-এ নাম থাকা চারজনের পাশাপাশি আরও তিনজনের নাম যুক্ত করা হয়েছে।   সিবিআই সূত্রে খবর, চার্জশিটে নাম রয়েছে এনামুল হক, বিএসএফের  কমান্ডান্ট সতীশ কুমার, গোলাম মুস্তাফা ও আনারুল শেখের। এই চারজনের সঙ্গে চার্জশিটে এনামুলের স্ত্রী রশিদা বিবি এবং সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল ও শ্বশুর বাদলকৃষ্ণ সান্যালের নাম যুক্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর,  চার্জশিটে ৪২০ ধারাও নতুন যোগ করা হয়েছে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola