Coal Smuggling: Abhishek Banerjee-র শ্যালিকা Menoka Gambhir-র বাড়িতে গেল CBI

Continues below advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরের (Menoka Gambhir) বাড়িতে গেল সিবিআই।  গতকালই মেনকার বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়ে এসেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।  তবে আজ সিবিআই অফিসাররা ই এম বাইপাসের কাছে মেনকার বাড়িতে গেলে প্রায় ১৫ মিনিট তাঁদের গাড়িতেই বসে থাকতে হয়।  আবাসনের নিরাপত্তারক্ষীরা জানান, সিবিআই অফিসাররা ভিতরে যেতে পারেন, তবে সাংবাদিকরা যেতে পারবেন না।  সিবিআই অফিসাররা গাড়ি থেকে নেমে এসে জানান, তাঁরা সাংবাদিকরা সঙ্গে আনেননি।  শেষপর্যন্ত আবাসনের পাশের গেট দিয়ে পায়ে হেঁটে উমেশ কুমার সহ সিবিআই অফিসাররা ভিতরে যান। তাঁদের গাড়ি বাইরেই থাকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram