Mamata Banerjee PC : এপর্যন্ত ইয়াসের জেরে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি: মুখ্যমন্ত্রী
Continues below advertisement
আজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ঘোষণা করেন। তিনি বলেন, "ছাত্র-ছাত্রীরা অনিশ্চয়তায় ভুগছে। মাধ্যমিক পরীক্ষা অগাস্টের দ্বিতীয় সপ্তাহে নেওয়ার চেষ্টা করা হবে। কবে কী পরীক্ষা হবে তা বলে দেবে উচ্চশিক্ষা ও মধ্যশিক্ষা পর্ষদ। জুলাইয়ের শেষ সপ্তাহের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু করার কথা ভাবা হয়েছে। কোভিডের দূরত্ব বিধি মেনে নিজ নিজ স্কুলেই হবে পরীক্ষা।"
ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেন, "এখনও পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আজও অশোকনগরে অনেকগুলি বাড়ি ভেঙেছে। শান্তিপুর, নদিয়া ক্ষতিগ্রস্থ হয়েছে। বহরমপুরে বাজ পড়ে দু'জন মারা গেছে। জল কমলে ফিল্ডে গিয়ে সার্ভে করা হবে।"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Mamata Banerjee Cyclone Yaas Yaas Cyclone Yaas Cyclone In Bengal Yaas Cyclone Update Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Live Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas Cyclone