Coal Scam: বেপাত্তা লালা, কয়লাকাণ্ডে কলকাতা-সহ ১৪ জায়গায় হানা সিবিআই-ইডির
কয়লাকাণ্ডে (Coal scam) কলকাতা (Kolkata), দুর্গাপুর (Durgapur), আসানসোল-সহ (Asansol) একযোগে ১৪টি জায়গায় তল্লাশি (Raid) সিবিআই (CBI) ও ইডি-র (ED)। এদিন বাঁশদ্রোণীতে (Banshdroni) রণধীর বার্নওয়াল (Randhir Barnwal) নামে এক ব্যবসায়ীর বাড়িতে ও অফিসে তল্লাশি অভিযানে সিবিআই অফিসাররা। ডালহৌসিতে (Dalhousie) একটি চার্টার্ড ফার্মের (Chartered firm) অফিসেও চলছে তল্লাশি। সিবিআই সূত্রে খবর, ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বিরুদ্ধে কয়লাকাণ্ডের কালো টাকা (Black Money) বাজারে খাটানোর অভিযোগ রয়েছে। প্রভাবশালী ও পুলিশ (Police) আধিকারিকদের কালো টাকা জমা থাকত এই ব্যবসায়ীর কাছে। নথি খতিয়ে দেখে মিলেছে এই তথ্য। মূলতঃ অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালা (Lala) ও জয়দেব মণ্ডলের (Jaydev Mondal) যোগসাজশে চলত কারবার। অন্যদিকে, কয়লাকাণ্ডে কলকাতা ও জেলা মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি-র আধিকারিকরা। তল্লাশি চলছে কাঁকুড়গাছি (Kankurgachi), মানিকতলা (Maniktala), আসানসোল (Aasansol), দুর্গাপুর-সহ (Durgapur) একাধিক জায়গায়। প্রসঙ্গত, গত ২৪ তারিখ কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয় আসানসোলের বিশেষ আদালত।