Calcutta High Court on CBI probe: গুরুতর মামলায় সিবিআই তদন্তে রাজ্যের হস্তক্ষেপের অধিকার নেই, মন্তব্য হাইকোর্টের
‘রাজ্য সরকারি কর্মীরা অভিযুক্ত হলে, সম্মতি চাইতে পারে সিবিআই। কিন্তু এক্ষেত্রে রাজ্যের হস্তক্ষেপের অধিকার দেয়নি সংবিধান,’ কয়লাকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের। ‘২০১৮-য় কারণ ছাড়াই সিবিআইকে দেওয়া সম্মতি প্রত্যাহার। রাজ্য সম্মতি প্রত্যাহার করায় রক্ষাকবচ পাচ্ছেন অভিযুক্ত কেন্দ্রীয় অফিসাররাও। রাজ্য সম্মতি প্রত্যাহার করায় বাধা পাচ্ছে সিবিআই,’ বিনয় মিশ্রের মামলায় মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
কয়লাকাণ্ডে (Coal Scam Case) অভিযুক্ত বিনয় মিশ্রের (Vinay Mishra) আবেদন খারিজ। তদন্তের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট (High Court)। তদন্ত চালিয়ে যাবে সিবিআই (CBI)। এর আগে তদন্তে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের জন্য আবেদন করেছিলেন বিনয় মিশ্র।
তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন জহর সরকার (Jawhar Sircar)। আজ বিধানসভায় গিয়ে সচিবের হাতে তিনি মনোনয়ন পেশ করেন। প্রাক্তন আমলা জহর সরকার একসময় প্রসারভারতীর দায়িত্বে ছিলেন। এর আগেও তিনি বহুবার মোদি-বিরোধী বক্তব্য রেখেছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি। তাই তাঁকেই রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস।