Abhishek Banerjee’s wife summoned by CBI : কেন তৃণমূল সাংসদের স্ত্রীকে নোটিস?

Continues below advertisement

বিধানসভা ভোটের আগে রাজ্য-রাজনীতিতে তোলপাড়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়ি শান্তিনিকেতনে সিবিআই (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দেওয়া হয়েছে। রবিবার দুপুর ২টোর কিছু পরে কালীঘাটে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে পৌঁছান সিবিআইয়ের ছয়জন আধিকারিক। কিন্তু কেন তৃণমূল সাংসদের স্ত্রীকে নোটিস? এই বিষয় সিবিআই (CBI) সূত্রে দাবি, কয়লাকাণ্ডের তদন্তে একাধিক ব্যবসায়ীর নাম উঠে আসে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সূত্রেই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram