Corona: করোনা সংক্রমণ কালেই পরীক্ষাকেন্দ্র বন্ধ মালদার ইংরেজবাজারে

Continues below advertisement

টেস্ট, টেস্ট আর টেস্ট। করোনার দ্বিতীয় ঢেউতে কাবু বাংলা। এই পরিস্থিতিতে সংক্রমিতকে দ্রুত চিহ্নিতকরণ প্রয়োজন। আর তার জন্য টেস্টের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। অথচ করোনাকালে বন্ধ হয়ে গেল পরীক্ষা কেন্দ্র। শনিবার সকালে মালদার ইংরেজবাজারে করোনা পরীক্ষাকেন্দ্রে নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। নোটিসে নতুন করে কোনও নমুনা পরীক্ষা করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইংরেজবাজারে মালদা মেডিক্যাল কলেজে হচ্ছে করোনা পরীক্ষা। হাসপাতাল ছাড়া গত এক বছর ধরে একমাত্র জেলা লাইব্রেরি ভবনে পরীক্ষা কেন্দ্রে করোনা টেস্ট হচ্ছিল।  দায়িত্বে রয়েছে জেলা বিজ্ঞান মঞ্চ। এদিন সেখানে করোনা পরীক্ষা বন্ধ হওয়ার নোটিস দেওয়ায় টেস্ট করতে আসা সকলকে ফিরে যেতে হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram