Corona: সংক্রমণ নিয়ন্ত্রণে পেট্রাপোল সীমান্ত দিয়ে ট্রাক ঢুকতে বাধা বাংলাদেশের, বিক্ষোভ এজেন্টদের

Continues below advertisement

 পেট্রাপোল (Petrapoll) সীমান্ত দিয়ে বন্ধ আমদানি-রফতানি। বাংলাদেশমুখী (Bangladesh) পাথরবোঝাই গাড়ি ঢুকতে অনুমতি দেয়নি বাংলাদেশ। কোভিড (COVID-19) পরিস্থিতিতে ট্রাক ঢোকার অনুমতি দেয়নি বাংলাদেশ। এরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ ব্যবসায়ী, খালাসি, এজেন্টদের। সকাল থেকেই বন্ধ রয়েছে আমদানি-রফতানি। গত কয়েকদিন ধরেই এই সমস্যা চলছিল। বাংলাদেশমুখী পাথরবোঝাই গাড়ি পেট্রাপোল সীমান্ত থেকে বেনাপোল সীমান্তে পৌঁছাতে পারছে না। জানা যাচ্ছে, বাংলাদেশে কোভিড পরিস্থিতি চলছে তাই গাড়িগুলিকে ঢুকতে দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি। তবে ব্যবসায়ীদের দাবি, পাথরবোঝাই ট্রাক যতক্ষণ না বেনাপোল সীমান্তে পৌঁছাবে ততক্ষণ না যানজট কাটবে, না তাঁরা তাঁদের অবস্থান বিক্ষোভ বন্ধ করবেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram