Covid Warriors: রোগের শিকার স্বজনরা, তাও অতিমারীকে এক ইঞ্চি জমিও ছাড়েন না অরিন্দমরা

Continues below advertisement

করোনা (Corona) কেড়ে নিয়েছে বাবাকে। আক্রান্ত হয়েছে প্রায় গোটা পরিবার। কিন্তু কোনও প্রতিকূল পরিস্থিতিই তাঁকে থামাতে পারেনি।  আজও সমানতালে মানুষের সেবা করে চলেছেন অকুতোভয় তরুণ চিকিৎসক। ছবিতে রক্ত দিয়ে রোগীর জীবন বাঁচিয়েছিলেন অগ্নিশ্বর, বাস্তবে সাহস এবং আন্তরিকতা দিয়ে অসংখ্য মানুষের জীবনকে বিপন্মুক্ত করে চলেছেন এক তরুণ চিকিত্সক। ইনি, অরিন্দম রায় (Arindam Roy)। কামারহাটির (Kamarhati) সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের (College of Medicine & Sagore Dutta Hospital) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ২০২০ শুরুর দিকে রাজ্যে যখন কোভিড (Covid) হানা দেয়, তখন রাজ্য সরকার যে ক’টি হাসপাতালকে কোভিড হাসপাতাল করেছিল, তার একটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ। শুরুর সেই দিন থেকে হাসপাতালের কোভিড ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন জেনারেল মেডিসিনের চিকিৎসক অরিন্দম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram