WB Corona New Guidelines: '১৫ জুলাই পর্যন্ত বহাল বিধিনিষেধ, চলবে বাস, ছাড় সেলুন-পার্লারে', নবান্নে মমতা

Continues below advertisement

করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল রাজ্যে। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। সরকারি বাস, বেসরকারি বাস চলাচলে ছাড় সরকারের। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। সকাল ১১-সন্ধে ৬টা পর্যন্ত খুলতে পারবে সেলুন, পার্লার। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে দিনে ৭ ঘণ্টা খুলতে পারবে সেলুন, পার্লার। নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ’৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত বেসরকারি অফিস। সকাল ১০ - বিকেল ৪টা খোলা রাখা যাবে সমস্ত বেসরকারি অফিস। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা নিজেদেরই করতে হবে সংস্থাকে। কিছুটা ছাড় দিয়ে পরিস্থিতি বিচার পরে পরবর্তী পদক্ষেপ।’ তবে আপাতত লোকাল ট্রেন ও মেট্রোয় বহাল বিধিনিষেধ। করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram