Corona Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১,৭৩৬, মৃত ৫

Continues below advertisement

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনার সেকেন্ড ওয়েভের কারণেই এই অবস্থা বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ৩০ মার্চ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৬২৮। ৩১ মার্চ সেই সংখ্যা ছিল ৯৮২। ১ এপ্রিল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ১ হাজার ২৭৪ আর এপ্রিলের ২ তারিখ সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১ হাজার ৭৩৩-এ। কীভাবে সামাল দেওয়া যাবে পরিস্থিতি, সেটাই এখন প্রধান চিন্তা চিকিত্‍সকদের।

স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ১২৯। যা গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭১৪ জনের। এই অবস্থায় টিকাকরণের গতি বাড়াতে চাইছেন স্বাস্থ্য আধিকারিকরা।

সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়েছেন দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু। তামিলনাড়ুর ডিএমকে সাংসদ কানিমোঝিরও রিপোর্ট পজিটিভ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, কয়েকজন নির্বাচনী পর্যবেক্ষকও করোনা আক্রান্ত। মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে যে পর্যবেক্ষকদের আসার কথা ছিল, তাঁদের সফর বাতিল করা হয়েছে। আক্রান্ত কয়েকজন রিটার্নিং অফিসার। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কয়েকজন কর্মীও করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে শনিবার নবান্নে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক হয়।  

নবান্ন সূত্রে খবর, বৈঠকে ঠিক হয়েছে, সব সরকারি হাসপাতালকে করোনা চিকিত্‍সার জন্য আগের মতো প্রস্তুত রাখা হবে। বেসরকারি হাসপাতালে বেড ভাড়া করা হবে। জোর দেওয়া হবে টিকাকরণে। 
শুক্রবারই এক উচ্চপর্যায়ের বৈঠকে ঠিক হয়েছে, যে  হাসপাতালে রোগী করোনা আক্রান্ত বলে চিহ্নিত হবেন, সেখানেই তাঁর চিকিত্‍সা করতে হবে। অন্য হাসপাতালে রেফার করা যাবে না।  

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram