Corona Update: ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, উপনির্বাচনে সতর্ক কমিশন। Bangla News

Continues below advertisement

জুলাইয়ের পর রাজ্যে করোনা আক্রান্ত ফের হাজার ছুঁইছুঁই! রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ৯৭৪, ১২জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে ৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৪৭, ৪জনের মৃত্যু।

পুজো মিটতেই কলকাতায় বেলাগাম করোমার সংক্রমণ। কলকাতায় ১ দিনে ৪৪৯ জন করোনা আক্রান্ত। ৪৪৯জনের মধ্যে ডবল ডোজ নেওয়ার পর আক্রান্ত ১৯৪ জন। কলকাতায় একদিনে আক্রান্ত ৪৪৯জনের মধ্যে ২৫৭জন উপসর্গহীন।

কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বেলাগাম সংক্রমণে রাশ টানতে ফের কনটেনমেন্ট জোন ফেরানোর নির্দেশ দিল নবান্ন। 


ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, উপনির্বাচনে সতর্ক কমিশন। একটি বুথের মধ্যে থাকতে পারবেন সর্বোচ্চ ৪জন ভোটার। ২৭ অক্টোবর প্রচার শেষের পরেই ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি। শান্তিপুর, দিনহাটা, গোসাবা, খড়দার সব বুথেই সিসিটিভি। উপনির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে সিইও দফতরের বৈঠক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram