Corona: এবার দার্জিলিং ভ্রমণেও বাধ্যতামূলক ভ্যাকসিনের জোড়া ডোজ

Continues below advertisement

দিঘার (Digha) পর এবার দার্জিলিঙে (Darjeeling) পর্যটক-প্রবেশে বাধানিষেধ। ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে দার্জিলিঙে পর্যটকদের প্রবেশে নিষেধ। ভ্যাকসিন সার্টিফিকেট বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। দুটির মধ্যে একটি না থাকলে, হোটেল বা হোম স্টে-তে ঢোকা যাবে না, এমনটাই নির্দেশ দার্জিলিঙের জেলাশাসকের।

এদিকে, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন নিরাপত্তারক্ষী খুনের তদন্তে ঘটনাস্থলে সিআইডি (CID) টিম। এদিন শুভেন্দু অধিকারীর বাড়ির উল্টোদিকে দেহরক্ষীদের থাকার জায়গায় যান ৩ সিআইডি অফিসার। কথা বলেন ঘটনার দিন উপস্থিত নিরাপত্তারক্ষীদের সঙ্গে। ওই বাড়িতে যাঁরা আসা-যাওয়া করতেন, তাঁদের সঙ্গেও কথা বলেন গোয়েন্দারা। এর আগে কাঁথি থানায় যান সিআইডি অফিসাররা। আইসি-র সঙ্গে বৈঠক করেন তাঁরা। শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর (Subhabrata Chakraborty)রহস্যমৃত্যুর ঘটনায় সম্প্রতি মৃতের স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে রুজু হয় খুন ও ষড়যন্ত্রের মামলা। সেই মামলার প্রেক্ষিতে তদন্তের নথিপত্র নিতে কাঁথি থানায় যায় সিআইডি-র টিম।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram