Corona Vaccine: এবার স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটেই মিলবে ‘বিশ্বাসযোগ্য’ ভ্যাকসিনেশন ক্যাম্পের তালিকা

Continues below advertisement

কলকাতার (Kolkata) বুকে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের (Fake Vaccination Camp) পর্দাফাঁস হতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (Debanjan Deb) ধরা পড়তেই খুলে গিয়েছে প্যান্ডোরার বাক্স। এর থেকে শিক্ষা নিয়ে বাড়তি সতর্ক রাজ্য সরকার। হাসপাতালের বাইরে বিভিন্ন সংস্থা আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্প (Vaccination Camp) নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে তারই তালিকা থাকবে রাজ্যের স্বাস্থ্য দফতরের (State Health Department) ওয়েবসাইটে। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, সরকারি ভ্যাকসিনেশন ক্যাম্পের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আয়োজিত ক্যাম্প, পুরসভা ও পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত ভ্যাকসিনেশন শিবিরের তথ্য থাকবে। ফলে সহজেই প্রতিদিনের মোট ভ্যাকসিনেশন ক্যাম্পের হিসেব মিলবে। শহর থেকে জেলা, রোজ কোথায় কত টিকাকরণ হচ্ছে, তার বিস্তারিত তালিকা থাকবে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। এবিষয়ে বিশদে জানতে প্রথমে গুগলে (Google) গিয়ে www.wbhealth.gov.in লিখে সার্চ করতে হবে। পোর্টালে ঢুকে কোউইন ভ্যাকসিনেশন রিলেটেড গাইডে (CoWIN Vaccine Related Guide) ক্লিক করার পর লিস্ট অফ কোভিড ভ্যাকসিনেশন সাইটসে (List of COVID Vaccination Sites) যেতে হবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram