Corona: করোনা পরিস্থিতি উদ্বেগজনক, মানুষকে সচেতন করতে কী উদ্যোগ? মুখ্যসচিবের জবাবের অপেক্ষায়, ট্যুইট রাজ্যপালের
রাজ্যে করোনা পরিস্থিতি ট্যুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর ট্যুইট, ‘কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। এই কোভিড চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মুখ্যসচিবের কাছ তার জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছি। সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে এই পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছে আবেদন জানান।’
এদিকে, বেলাগাম করোনা সংক্রমণ, হাসপাতালে বেড ‘সঙ্কট’। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর থেকে জারি করা হল নতুন নির্দেশিকা। এই নির্দেশিকায় বলা হয়েছে, ‘সংক্রমিতের উপসর্গ তীব্র হলে, তবেই হাসপাতালে ভর্তি নিতে হবে। মৃদু উপসর্গ থাকা রোগীদের সেফ হোমে পাঠাতে হবে। সঙ্কটজনক নাকি মৃদু উপসর্গ, স্বাস্থ্য দফতরের কল সেন্টারের মাধ্যমে যাচাই করতে হবে। ১২ ঘণ্টা নয়, করোনা চিকিত্সা পরিষেবায় যুক্তদের ৮ ঘণ্টা ডিউটির ব্যবস্থা।’ জেলা ও সরকারি হাসপাতালের সুপারদের পাঠানো হল নির্দেশিকা।