Corona: সামনের মাসেই করোনার তৃতীয় ওয়েভ আসছে ? বিশ্লেষণে ডা. দীপ্তেন্দ্র সরকার
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association) জানিয়েছে, করোনার তৃতীয় ঢেউ (Third Wave Of Corona) অবশ্যম্ভাবী এবং আসন্ন। বিশ্ব স্বাস্থ্য (World Health Organization) সংস্থা বলছে, আমরা করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি। ICMR-এর সমীক্ষা অনুযায়ী, অগাস্টের শেষেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। IIT কানপুরের গবেষণায় ভবিষ্যদ্বাণী, অক্টোবর ও নভেম্বরের মধ্যে ভারতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে করোনার তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউয়ের থেকেও তৃতীয় ঢেউয়ের চেহারা মারাত্মক হবে বলে সতর্কবার্তা দিয়েছেন AIIMS-এর ডিরেক্টর।এই অবস্থায় করোনার তৃতীয় ওয়েভের প্রসঙ্গে উঠে এল খোদ প্রধানমন্ত্রীর গলাতেও। শুক্রবার করোনায় সর্বাধিক প্রভাবিত ৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে কেরল, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, কর্ণাটকের মতো দক্ষিণের রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দিয়েছিলেন। ছিলেন ওড়িশা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও। করোনার থার্ড ওয়েভ নিয়ে আরও আশঙ্কার কথা শুনিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ICMR-এর অতিমারি বিশেষজ্ঞ সমীরণ পান্ডা জানিয়েছেন, অগাস্টের শেষেই ভারতে চলে আসতে পারে কোভিডের থার্ড ওয়েভ। আমরা সকলেই ঝুঁকির মুখে। কারণ, সারা দেশেই আঘাত হানতে পারে কোভিডের থার্ড ওয়েভ। হু জানিয়েছে, দুর্ভাগ্যবশত আমরা করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি।