COVID-19 Rules Violation: করোনার ‘বিধিভঙ্গ’, জলপাইগুড়িতে গ্রেফতার ৩৫, আটক ২০
করোনাবিধি কার্যকরে জলপাইগুড়িতে (Jalpaiguri) কড়াকড়ি। গতকাল রাতে করোনার বিধিভঙ্গের অভিযোগে গ্রেফতার ৩৫ জন। পাশাপাশি আটক করা হয়েছে ২০ জনকে। করোনা মোকাবিলায় সতর্কতামূলক প্রচারে নেমেছে পুলিশ। পাশাপাশি আজ সকালেও জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজার এলাকায় তল্লাশি চালায় পুলিশ। আগামীদিনেও এই টহল চলবে বলে জানা যাচ্ছে।
এদিকে, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কলকাতাতেও সতর্ক প্রশাসন। রাত ৯টার পর জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – রাতভর কলকাতার (Kolkata) কোথায় কেমন কড়াকড়ি সেই ছবি ধরা পড়ল এবিপি আনন্দের ক্যামেরায়। অনেক জায়গাতে দেখা গেল বিধি ভেঙে মাস্ক না পরে রাতের রাজপথে বেড়িয়েছেন মানুষজন। পার্ক সার্কাসে (Park Circus) রাত ১টার পর চায়ের দোকানে চলল আড্ডা। চিংড়িঘাটায় প্রয়োজন ছাড়া বেরোলেই সতর্ক করা হল পুলিশের তরফে।