Vaccine Harrassment: সময়ে আসছেন না অফিসাররা, ভ্যাকসিনের টোকেন নিতে দুর্ভোগ কোচবিহারে

Continues below advertisement

কোচবিহার (Cooch Behar) শহর থেকে ৭ কিমি দূরের সরকারি হাসপাতালে দেওয়া হচ্ছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টোকেন। আর তা নিতেই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে কোচবিহার পুর এলাকার বাসিন্দারা। অভিযোগ, একে অত দূরে আসতে হচ্ছে, তারপরও সময়ে আসছেন না অফিসাররা। সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। কেউ এসেছেন ভোর পাঁচটায়। আবার কেউ এসেছেন তারও আগে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সকলেই। কিন্তু সকাল ১১টা বেজে গেলেও কর্তৃপক্ষের দেখা নেই। শুক্রবার সকালে এমনই অভিযোগ তুললেন কোচবিহার ২ নম্বর ব্লকের সরকারি জেডি হাসপাতালের (JD Hospital) করোনা ভ্যাকসিনের টোকেন নিতে আসা গ্রাহকরা। সপ্তাহখানেক ধরে কোচবিহারের পুর এলাকার বাসিন্দাদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের টোকেন দেওয়া হচ্ছে জেডি হাসপাতাল থেকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram