COVID Update: 'রবিবারে ছুটি', ক্যানিং মহকুমা হাসপাতালে 'বন্ধ' করোনা পরীক্ষা-টিকাকরণ!

Continues below advertisement

জরুরী পরিষেবার সঙ্গে যুক্তদের ক্ষেত্রে বলা হয়, অন্যরা ছুটিতে থাকলেও তাঁদের বাড়ে ছোটাছুটি। অথচ ক্যানিং মহকুমা হাসপাতালে (Canning Sub-divisional Hospital) ঠিক এর উল্টো ছবি। রবিবারের ছুটির কথা বলে বন্ধ রইল করোনা (Corona) পরীক্ষা ও ভ্যাকসিনেশন (Vaccination)। মাত্র একজন ডাক্তারকে দিয়েই চলল পরিষেবা। যদিও স্বাস্থ্য দফতরের দাবি, পরীক্ষার জন্য এদিন এমার্জেন্সি আর ইনডোরের রোগীদের নমুনা যথারীতি সংগ্রহ করা হয়। হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ নয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram