Mamata on coronavirus: কাল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি: মমতা বন্দ্যোপাধ্যায়
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্বাচন কমিশনের উদ্দেশে সোমবার বলেন, 'হাতজোড় করে অনুরোধ করছি, মানুষের জীবন নিয়ে খেলবেন না।' পরবর্তী ভোটগুলি একদিন বা দুদিনে করার অনুরোধ করেন তিনি। পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে মমতা বলেন, আতঙ্কের কোনও কারণ নেই। করোনা মোকাবিলায় টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। আতঙ্কে নয়, সচেতন থাকতে হবে। রাজ্যজুড়ে ৪০০ অ্যাম্বুল্যান্স থাকবে করোনা আক্রান্তদের পরিষেবায়। ২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। ছোট ছোট প্রচার সভা করা উচিত। বিভিন্ন হোটেলেও সেফ হোম তৈরি হবে। কাল থেকে স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়।' দেশ জুড়ে বাড়ছে করোনা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষকে রক্ষা করতে সবরকমের ব্যবস্থা নিচ্ছে। এদিন সকালে টুইট করেও এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়।