COVID-19 Updates: ৫০ ঘণ্টা পরে লিলুয়ার রেল হাসপাতাল থেকে উদ্ধার করোনা রোগীর মৃতদেহ
২ দিন ধরে লিলুয়ার রেল হাসপাতালে পড়েছিল করোনা রোগীর মৃতদেহ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দেহ সৎকারে গড়িমসির অভিযোগ মৃতের পরিবারের। পরিবার সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ায় নার্সিংহোমে ভর্তি করা হয় বেলুড়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত রেল কর্মী কার্তিকচন্দ্র বাইনকে। শনিবার তাঁকে লিলুয়ার রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওইদিন দুপুর ৩টে নাগাদ মৃত্যু হয় ওই করোনা রোগীর। তারপর থেকে দেহ সৎকার নিয়ে শুরু হয় টানাপোড়েন। ব্যক্তিগতভাবে যোগাযোগ করায় দেহ সরাতে অ্যাম্বুল্যান্স ১০ হাজার টাকা দাবি করে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, রেল হাসপাতালের তরফে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে দেহ সৎকারের চেষ্টা করা হবে। দেহ সৎকারের পরিকাঠামো নেই বলে দাবি করে স্বাস্থ্য দফতরের ঘাড়েই দায় চাপায় রেল হাসপাতাল কর্তৃপক্ষ। এই টানাপোড়েনে কেটে যায় প্রায় ৫০ ঘণ্টা। এরপর রেল হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে গেল স্বাস্থ্য দফতর। আগে রেল হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয়নি। রেলের অভিযোগ উড়িয়ে দাবি প্রাক্তন কাউন্সিলরের। এ ব্যাপারে এখনও রেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।