COVID Update: 'শরীরে অ্যান্টিবডি থাকলে ৬ মাস পরও ভ্যাকসিন নেওয়া যায়', মত শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের
Continues below advertisement
দেশজুড়ে করোনা (Corona) ভ্যাকসিনের তীব্র সঙ্কট। এই পরিস্থিতিতে কোভিশিল্ডের (Covishield) প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়সীমা বাড়ানোর প্রস্তাব। ১২ থেকে ১৬ সপ্তাহ ব্যবধান বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারি প্যানেলে। কোভ্যাকসিনের (Covaxin) ক্ষেত্রে দুটি ডোজের সময়সীমা বাড়ানো নিষ্প্রয়োজন। করোনা আক্রান্ত হলে ভ্যাকসিন পড়ে নেওয়ার পরামর্শ। সুস্থ হয়ে ওঠার ৬ মাস পর টিকা নেওয়ার পরামর্শ সরকারি প্যানেলের। এপ্রসঙ্গে চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় (Shibabrata Banerjee) জানাচ্ছেন, "ইংল্যান্ডে কিন্তু ১১ সপ্তাহের মাথাতেই দ্বিতীয় ডোজ নেওয়াকে সমর্থন জানাচ্ছে। এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর যদি কারও শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে ৬ মাস পর ভ্যাকসিন নিলেও চলে।"
Continues below advertisement
Tags :
Corona Vaccine Covaxin Coronavirus Covid-19 Covishield Coronavirus India Updates Coronavirus In India Coronavirus News Coronavirus Death Corona Death In India COVID-19 Covid-19 Cases Coronavirus India Highlights COVID-19 Cases Today Central Panel Coronavirus Death