Fake Vaccine Case: ভুয়ো ভ্যাকসিন মামলায় আদালতে স্বস্তি রাজ্যের
ভুয়ো আইএএস (Fake IAS) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) মামলায় রাজ্যের তদন্তে এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে হাইকোর্ট ( Calcutta High Court)। কলকাতা হাইকোর্ট এই মামলায় আজ জানিয়েছে যে এই মামলায় আপাতত সিবিআই (CBI) তদন্তের কোনও প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। তাই এই পর্যায়ে দেবাঞ্জন মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করা হল বলে নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। ভবিষ্যতে প্রয়োজন হলে সিবিআই তদন্তের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে আদালতের তরফে। আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেন, 'রাজ্যপালের সঙ্গে দেবাঞ্জনের দেহরক্ষীর ছবি আছে। রাজ্যপালকে কি তাহলে কাঠগড়ায় তোলা হবে? প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ভ্যাকসিনেশন ক্যাম্পে এক মহিলার ছবি ছিল। মহিলা বলেছেন তিনি কখনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। প্রধানমন্ত্রীকে কি তাহলে কাঠগড়ায় তোলা হবে? এটা কি আমাদের দেশের আইন? তিনি জানান, 'খুব দ্রুত ভুয়ো ভ্যাকসিন মামলায় চার্জশিট পেশ করা হবে। কয়েকটি রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। সেগুলি এলেই চার্জশিট পেশ করা হবে। ৩০জুন পর্যন্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। ৫০ জনের বয়ান নথিবদ্ধ করা হয়েছে। ২জনের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে।'