Cyclone Yaas: সোমবার সন্ধের পর থেকেই উপকূলে বইবে ঝোড়ো হাওয়া, মঙ্গলবার থেকে শুরু হতে পারে বৃষ্টি

Continues below advertisement

আজই উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। সোমবার শক্তিসঞ্চয় করে সেই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ইয়াসে। তার জেরে সোমবার সন্ধের পর থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ হবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। তারপর তা বাড়তে থাকবে। মঙ্গলবার থেকেই দুই রাজ্যের উপকূল এলাকায় শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।  ধীরে ধীরে বাড়বে বৃষ্টির দাপট। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। বুধবার দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে ইয়াস। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। পাশাপাশি, সমুদ্রে থাকা মৎস্যজীবীদের আগামীকালের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram