Cyclone Yaas: আজই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে
Continues below advertisement
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, আজই বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ। সোমবার সেই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। সোমবার থেকেই ওড়িশা, পশ্চিমবঙ্গ উপকূলে বইবে ঝোড়ো হাওয়া। রাজ্যে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট। সেইদিন থেকেই শুরু হবে বৃষ্টি। এরপর বুধবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)। ২৫ তারিখ থেকে শুরু হবে বৃষ্টি। ২৬ তারিখ থেকে হবে ভারী বৃষ্টি। ২৩ তারিখ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
Continues below advertisement
Tags :
West Bengal News Rain Heavy Rain Meteorological Department Coast Guards Cyclone Yaas Cyclone Yaas Live Cyclone Yaas News Cyclone Yaas In Bengal Cyclone Yaas Speed Cyclone Yaas Track Map Cyclone Yaas In India Cyclone Yaas Updates West Bengal Cyclone Yaas Coastal Area Of Bengal Coastal Area Of Odisha Meteorological Department Forecast