Cyclone Yaas Effect: ভাঙা বাঁধে বোল্ডার ফেলে জল রোখার চেষ্টা বিফলে, ইয়াসের ঝাপটায় কার্যত নিশ্চিহ্ন জলদা গ্রাম

Continues below advertisement

ঘূর্ণিঝড় ইয়াসের ঝাপটায় লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। আমফানের বছর ঘুরতে না ঘুরতেই কত মানুষ ফের ঘরছাড়া। মাথার উপর ছাদ গেল। দোকানদারি জলে ডুবল। ফসল ভরা মাঠ, মাছভরা পুকুর ভেসে গেল। সমুদ্রের তীরে ছোট্ট গ্রাম জলদা। ইয়াসের দাপটে কার্যত নিশ্চিহ্ন পূর্ব মেদিনীপুরের সমুদ্র তীরবর্তী এই গ্রাম। মঙ্গলবার রাতেই এই গ্রামে  উত্তাল ছিল সমুদ্র। ভাঙা বাঁধে বোল্ডার ফেলে জল রোখার চেষ্টা করেছিলেন গ্রামবাসীরা। কিন্তু লাভ হয়নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram