Cyclone Yaas: ধেয়ে আসছে ইয়াস, হাওড়া ফেরিঘাটের সঙ্গে গঙ্গায় ভেসে থাকা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে লঞ্চগুলিকে
Continues below advertisement
জলভূমির দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসের (Cyclone Yaas) ভ্রূকুটি থেকে হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা বাঁচাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফেরিঘাটের সঙ্গে লঞ্চগুলিকে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। অন্যদিনের তুলনায় বেশি পরিমাণ দড়ি ব্যবহার করা হয়েছে। একাধিক লঞ্চ বেঁধে রাখা হয়েছে লোহার মোটা চেন দিয়ে। জানা যাচ্ছে, কোনওরকম দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলিকে কলকাতাব্যাপী বিভিন্ন ঘাটে ছড়িয়ে দেওয়া হয়েছে।
Continues below advertisement
Tags :
Howrah-Kolkata Ferry Service Cyclone Yaas Yaas Cyclone In Bengal Yaas Cyclone Update Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Live Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas CycloneYaas Cyclone Preparation Howrah-Kolkata Ferry Service