Cyclone Yaas: উপকূলের সঙ্গে ইয়াসের দূরত্ব কমতেই সাগরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, ঝোড়ো হাওয়ার সঙ্গে বাড়ছে জলস্তরও
Continues below advertisement
সাগর (Sagar) এবং তার পার্শ্ববর্তী এলাকাতে সময়ের সঙ্গে সঙ্গে আবহাওয়ার অবনতির ছবি দেখা গিয়েছে। আকাশের অবস্থা খুব খারাপ। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়ার গতিবেগ বেড়ে গিয়েছে। বেড়ে গিয়েছে সাগরের জলস্তর। প্রশাসনের তরফে ইতিমধ্যেই স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের মোট ৩ লক্ষ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানা যাচ্ছে প্রশাসনের তরফে। এদিকে হলদিয়ার (Haldia) নদী তীরবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হলদিয়া বন্দরে জাহাজগুলিকে ভালোভাবে নোঙর করা হয়েছে। আগামীকাল সেখানে কন্ট্রোল রুম খোলা হচ্ছে বলে জানা যাচ্ছে।
Continues below advertisement
Tags :
Haldia Haldia Port Cyclone Yaas Yaas Cyclone In Bengal Yaas Cyclone Update Yaas Cyclone Latest Updates Yaas Cyclone Live Yaas Cyclone Disaster Yaas Cyclone Calamities NDRF On Yaas Cyclone Yaas Cyclone News Updates Yaas Cyclone Preparation IMD On Yaas CycloneYaas Cyclone Preparation