Cyclone Yaas: ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে শঙ্করপুর-তাজপুরের বাঁধ নির্মাণের কাজ শেষ হবে তো? আতঙ্কে গ্রামবাসীরা
Continues below advertisement
ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) আশঙ্কা। এরই মাঝে তাজপুরে (Tajpur) সমুদ্র বাঁধ নির্মাণের কাজ অসমাপ্ত থাকায় আতঙ্কিত গ্রামবাসীরা। প্রশাসন সূত্রে খবর, করোনাকালে শ্রমিক পেতে সমস্যা হচ্ছে। শঙ্করপুর থেকে শুরু হওয়া সমুদ্র বাঁধ শেষ হওয়ার কথা ছিল তাজপুরে। কিন্তু মাঝপথেই থমকে রয়েছে কাজ। এই মুহূর্তে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে তড়িঘড়ি এই কাজ শেষ করার জন্য। ইতিমধ্যেই ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড় আসার আগে কতটা এই কাজ সম্পন্ন আছে তা নিয়ে সন্দেহ আছে শ্রমিকদের মধ্যেই।
Continues below advertisement
Tags :
West Bengal News Amphan Effect Tajpur Shankarpur Coast Guards Cyclone Yaas Cyclone Yaas Live Cyclone Yaas News Cyclone Yaas In Bengal Cyclone Yaas Speed Cyclone Yaas Track Map Cyclone Yaas In India Cyclone Yaas Updates West Bengal Cyclone Yaas Coastal Area Of Bengal Coastal Area Of Odisha Sea Dam Tajpur-Shankarpur Sea Dam